Tuesday, July 23, 2019

আপনার ধৈর্য ধারনের ক্ষমতা 
পরমসহিঞ্চুতা ও প্রজ্ঞা 
একটি দেশকে অনেক দুরে 
এগিয়ে নিতে পারে ৷

Monday, July 22, 2019

পেক্ষাপট

পেক্ষাপট 

সৈয়দ পাপেল মাহমুদ 
৮ই জুলাই ২০১৯ ইং10:31 AM

কতো রঙ্গ দেখাইলা মাওলা এই আজব দুনিয়ায় 
নেশার টাকার জন্য মাকে হাতুরি দিয়ে পিটায় ! 
কতো কষ্টে লালন পালন করছে তাহার মায় ৷ 
যেই ছেলের হাতে দুঃখিনি মায়ের মৃত্যু লিখে ছিলে 
সেই মায়ের পেটে জালিম ছেলের জন্ম লিখে ছিলে ! 
কতো রঙ্গ দেখাইলা মাওলা এই আজব দুনিয়ায় 
মানুষ হইয়া মানুষের উপর জগন্য হামলা চালায় 
কোমলমতি শিশুদের দেহ খাবলে খাবলে খায়! 
পিতা মাতার পরেই যারা শ্রদ্ধা পাবে তারা শিক্ষা গুরু 
সেই শিক্ষা গুরুরাই আজ হচ্ছে ধর্ষণের নাটের গুরু 
যেই শিক্ষক হুজুরেরা মসজিদে ক্লাসে পর্দার বিধান শিখায় 
তারাই আবার গোপনে নিরিহ সন্তানদের কাপড় খোলায়! 
সমাজে ধর্ষণ হচ্ছে মারাত্বক ব্যাধি যা জঘন্য পাপ 
যনি মাওলা তুমি পরকালে করবেনা তাহা মাফ ৷ 
এ ধর্ষকদের কবল থেকে এই দেশটাকে রক্ষা করো 
কঠিন আজাব গজব দিয়ে তাদেরকে তুমি মারো ৷ 
একটা দুইটা ঘটনা নয় সমাজে এটা অহরহ 
আপন সন্মান বাঁচাতে মুখ খুলতে চায়না কেহ ৷ 
মর্গ বসে একা একা কাঁদে আমার সন্তানের দেহ !